রবিবার ঃঃ ২৩.০৪.২০১৭
বন্যা কবলিত চার জেলার ৩ লাখ ৩০ হাজার পরিবারকে ৩৩-৩৫ লাখ মেট্টিকটন চাল ও ৫০ কোটি টাকা ত্রাণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ সচিবালয়ে হাওরের বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। ত্রাণমন্ত্রী বলেন, বন্যা কবলিত চার জেলার জন্য ১০০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে এই সময়ে পরিস্থিতি স্বাভাবিক না হলে যতদিন পানি থাকবে ততদিন তাদের সহায়তা দেওয়া হবে। দেশে কোনো খাদ্য সংকট নেই উল্লেখ করে তিনি আরো বলেন, কেউ যদি ত্রাণ না নিতে চায় তাহলে তাদের ১০ টাকা মূল্যে চাল দেওয়া হবে।
Check Also
জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু
১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …