বুধবার:: ১৬.০৮.২০১৭
লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আসরের মধ্য দিয়ে স্প্রিন্টার হিসেবে ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন উসাইন বোল্ট। এবার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ফুটবলটা শুরুর পালা। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি নিজের ভালবাসার কথা বহুবার বলেছেন ইতিহাসের সেরা দৌড়বিদ বোল্ট। দৌড়বিদ হিসেবে অবসরের পর এবার তার সামনে সুযোগও এসেছে প্রিয় দলের জার্সি গায়ে মাঠে নামার। স্প্যানিশ লা লিগার অন্যতম সফল ক্লাব বার্সেলোনার কিংবদন্তিদের বিপক্ষে একটি চ্যারিটি ম্যাচের জন্য চুক্তিবদ্ধও হয়েছেন জ্যামাইকান এ বজ্রবিদ্যুৎ। সবকিছু ঠিক থাকলে ম্যানইউর জার্সিতে সঙ্গে অভিষেকটা হয়ে যেতে পারে দৌড়ে ১৯টি স্বর্ণপদক জয়ী বোল্টের।