ম্যাচের আগে দুঃসংবাদ ব্রাজিল শিবিরে

বিশ্বকাপ বাছাইপর্ব তেমন ভালো যাচ্ছে না ব্রাজিলের। এর মধ্যে আবার চোটে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার। এবার আরও একটি দুঃসংবাদ-ইনজুরিতে পড়েছেন দলটির গোলরক্ষক এদেরসন মোয়ারেস। আগামী ১৭ ও ২২ নভেম্বর কলোম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে খেলতে গিয়ে পায়ে আঘাত পান ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক। পরবর্তীতে দেশটির সংবাদমাধ্যম জানায়, ব্রাজিলের ক্যাম্পে যোগ দিচ্ছে না ৩০ বছর বয়সী এই গোলরক্ষক। যদিও ইতোমধ্যে এদেরসনের বদলি হিসেবে বেন্তোকে ডাকা হয়েছে। তবে আতলেতিকো পারানেসের এই গোলরক্ষক ঠিক কতটা পারফরম্যান্স করতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তা থেকেই যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top