বৃহস্পতিবার :: ৭.০৯.২০১৭
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, প্রতি বছর উচ্চ শিক্ষার জন্য দেশ থেকে কয়েক হাজার মেধাবী ছেলে মেয়ে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নিচ্ছে। পরবর্তীতে সেখানে তারা মেধার স্বাক্ষর বহন করে চাকরি ও নাগরিকত্ব গ্রহণ করে আর দেশে ফিরছে না। এ মেধা পাচার নিয়ে এখনই আমাদের ভাবতে হবে এবং এটা বন্ধ করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আজ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।