বুধবার:: ৩০.০৮.২০১৭
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিলো আংশিক রৌদ্রজ্বল। আজ সূর্য উঠেছে ভোর ৫ টা ৪৬ মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৫ টা ৪৭ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে।