বৃহস্পতিবার :: ১৯.১২.২০১৯।।
চাঁপাইনবাবগঞ্জ সহ সারাদেশে জেঁকে বসেছে শীত। গতকাল থেকে তাপমাত্রা কমছে। তাপমাত্রা আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যা থাকতে পারে আরও পাঁচ দিন। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। থাকতে পারে আরও পাঁচ দিন। তবে ২৪ ডিসেম্বরের পর তাপমাত্রা বাড়তে পারে। কুয়াশাও কিছুটা কমবে। কিন্তু জানুয়ারির শুরুতে আবার শৈত্যপ্রবাহ বইতে পারে বলেও জানান তিনি।
আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিলো রৌদ্রজ্জল। আজ সূর্য উঠেছে ভোর ৬ টা ৪৫ মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা ৫ টা ২২ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৬ টা ৪৬ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫ টা ২৩ মিনিটে।