বৃহস্পতিবার :: ০৫.১২.২০১৯।।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিলো রৌদ্রজ্জ্বল। আজ সূর্য উঠেছে ভোর ৬ টা ৩৩ মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা ৫ টা ১৮ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৬ টা ৩৮ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫ টা ১৮ মিনিটে।