শুক্রবার ঃ২৮.০৭.২০১৭
আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্রগ্রাম ও সিলেট কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিলো মেঘাচ্ছন্ন। আজ সূর্য উঠেছে ভোর ৫ টা ৩২ মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৫ টা ৩৩ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে।