বৃহস্পতিবার :: ২৯.০৩.২০১৮
আবহাওয়ার পূর্বাভাসে আজ বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য উঠেছে ভোর ৬ টা ২ মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৬ টা এবং অস্ত যাবে সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে।