বুধবার :: ১৭.০১.২০১৮
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কিছু স্থানে শৈত্যপ্রবাহ কমবে। এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অন্যদিকে মাদারীপুর, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে আরো বলা হয়, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য উঠেছে ভোর ৬ টা ৫৩ মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৬ টা ৫৩ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪২মিনিটে।