
বাজার কারসাজির বিরুদ্ধে সরকার তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এ লক্ষ্যে বর্তমানে প্রচলিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি সংশোধন ও সময়োপযোগী করার উদ্যোগ নেয়া হচ্ছে। সিন্ডিকেট সবসময় সুযোগ খোঁজে বাজারে কারসাজি করে মূল্যবৃদ্ধির জন্য, এই সব অবৈধ কারবারিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে আমরাও সক্রিয়। আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে একটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। টিপু মুনশি বলেন, সিন্ডিকেট, অবৈধ মজুদদার, কালোবাজারীদের নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তর তাদের চেষ্টা অব্যাহত রেখেছে।