
পুরোনো ঘর মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন লাসিথ মালিঙ্গা। ২০২৪ মৌসুমে তাকে দেখা যাবে দলটির ফাস্ট বোলিং কোচ হিসেবে। টানা নয় মৌসুম এই দায়িত্ব পালন করা শেন বন্ডের স্থলাভিষিক্ত হবে লঙ্কান পেস কিংবদন্তি। ২০২১ সালে অবসরের পর ২০২২ সালে রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলিং কোচ হন মালিঙ্গা। গত দুই মৌসুমে তিনি সেই দলটির দায়িত্বে ছিলেন। এবারই প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে নয় মালিঙ্গা। খেলোয়াড়ি জীবন শেষ করার আগেই ২০১৮ সালে তিনি দলটির মেন্টর হিসেবে কাজ করেছেন। পরের বছর জাসপ্রিত বুমরাহর সঙ্গে জুটি বেঁধে মুম্বাইকে চতুর্থ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। সবমিলিয়ে মুম্বাইয়ের হয়ে পাঁচটি শিরোপা জিতেছে মালিঙ্গা। চারটি আইপিএলে (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯) এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে (২০১১)। মুম্বাইয়ের হয়ে ১৩৯টি ম্যাচে খেলেছেন মালিঙ্গা। ৭.১২ ইকোনমিতে নিয়েছেন ১৯৫ উইকেট। এর মধ্যে ১৭০ উইকেট পেয়েছেন আইপিএলে। লিগের ইতিহাসে যেটি ষষ্ঠ সর্বোচ্চ।