মঙ্গলবার :: ১৭.০৪.২০১৮
শিবগঞ্জে মুজিব নগর দিবস উপলক্ষ্যে আজ সকালে কারবালা মোড় থেকে একটি র্যালি বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট আতাউর রহমান, অফিসার ইনচার্য শিবগঞ্জ থানা হাবিবুল ইসলাম, ছত্রাজিতপুর আলাবক্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মান্নানসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। মুজিবনগর দিবস উপলক্ষে আজ সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুজিবনগর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নাসরিন আখতার বানু। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল হক ও সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া ।
ভোলাহাটেও উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মঙ্গলবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থান শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রকৌশলি আমিনুল হক, ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কবির ও শিক্ষার্থী জিহাদসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।
অন্যদিকে, গোমস্তাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি ও আলোচনা সভা। উপজেলা প্রশাসনের র্যালিটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সভা কক্ষে এক আলোচনার মাধ্যমে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মিন্টু বিশ্বাস, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার রহমানসহ অন্যান্যরা।