সোমবার :: ১২.০৩.২০১৮
আইন কমিশন বাংলাদেশ এর সদস্য এ, টি, এম ফজলে কবীর বলেছেন, এদেশ স্বাধীন না হলে আজ আমরা এ অবস্থানে আসতে পারতাম না। যাঁদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, তাঁদের আত্মত্যাগের ইতিহাস এ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি আজ সকালে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের শতবছরের বছরের প্রাচীন বিদ্যাপিঠ হেনা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করে দেশের কল্যানে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাউসার নাসিম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক নাইমুল হকসহ অন্যান্যরা। এর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন বিচারপতি।