শনিবার:: ২৬.০৮.২০১৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামীকাল। এর আগে আজ টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকা টেস্টের সর্বোচ্চ টিকিটের মূল্য ১ হাজার টাকা। আর সর্বনিম্ন টিকিট মিলবে ৫০ টাকায়। দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে অস্ট্রেলিয়া দল। প্রথম টেস্ট শুরুর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল অসিদের। কিন্তু প্রস্তুতি ম্যাচের ভেন্যু পছন্দ না হওয়ায় কেবল একাডেমি মাঠে অনুশীলনেই নিজেদের প্রস্তুত করেছে দলটি। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে সবশেষ সিরিজে টিকেট ছাড়া হয়েছিল অনলাইনেও।