
বিশ্বের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্কের মালিক রুপার্ট মারডক। ফক্স নিউজের পাশাপাশি নিউজ করপের মালিক তিনি। এই নিউজ করপের হাতে আছে ওয়াল স্ট্রিট জার্নাল ও টাইমস গ্রুপ, যা গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। এতদিন নিজের হাতে এই সংস্থা সামলেছেন রুপার্ট। এবার তার দায়িত্ব ছেলের হাতে তুলে দিয়ে কাজ থেকে সরে দাঁড়ালেন তিনি। দীর্ঘ সাত দশক ধরে গণমাধ্যমের বিশ্বে রাজত্ব তৈরি করেছেন রুপার্ট। ৯২ বছরের এই ‘মিডিয়া মোগল’ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন তিনি। তার ৫২ বছরের ছেলে লাছলান এবার সংস্থার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিলেন। এতদিন বাবার সঙ্গে কাজ করতেন তিনি।