মাশরাফির রেকর্ড স্পর্শ করলেন সৌম্য

বুধবার :: ০৪.০৪.২০১৮

জাতীয় দলের হয়ে শেষ কয়েক বছর থেকেই নিজেকে মেলে ধরতে পারছেন না টাইগার ওপেনার সৌম্য সরকার। ওয়ানডে দলে এরই মধ্যে হয়ে পড়েছেন অনিয়মিত। প্রিমিয়ার লিগেও তার ব্যাটে তেমন রান নেই। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে দলের গুরুত্বপূর্ণ সময় জ্বলে উঠলো তার ব্যাট। রেলিগেশন লিগের ডু অর ডাই ম্যাচে খেললেন ১৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস। ইনিংসটি সাজান ৯টি চার ও ১১টি ছয়ের সাহায্যে। লিস্ট ‘এ’ তে এতদিন এক ইনিংসে সর্বোচ্চ ১১ টি ছয় মেরে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। এবার ব্রাদার্সের বিপক্ষে ১১ টি ছয় মেরে মাশরাফির গড়া রেকর্ডে ভাগ বসান বাঁ-হাতি ওপেনার সৌম্য।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …