মালয়েশিয়ায় ভবনের কাঠামো ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু।

বুধবার::২২.০২.২০১৭

 

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের কাঠামো ধসে আনিসুর নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গতকাল দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত জলিলে এ দুর্ঘটনা ঘটে। দমকল বাহিনীর পরিচালক সামসুল মারিফ সাইবানি জানান, ভবনটির ১৭তলার একটি কাঠামো ধসে পড়লে বাংলাদেশি ঐ শ্রমিক আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনিসুরের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …