বুধবার::২২.০২.২০১৭
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের কাঠামো ধসে আনিসুর নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গতকাল দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত জলিলে এ দুর্ঘটনা ঘটে। দমকল বাহিনীর পরিচালক সামসুল মারিফ সাইবানি জানান, ভবনটির ১৭তলার একটি কাঠামো ধসে পড়লে বাংলাদেশি ঐ শ্রমিক আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনিসুরের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।