মালয়েশিয়ায় গাড়ি উল্টে ২ বাংলাদেশি নিহত

বৃহস্পতিবার :: ২৯.০৩.২০১৮

মালয়েশিয়ার কুয়ানতান শহরে গাড়ি উল্টে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আরো ছয়জন আহত হয়েছেন। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করেছে, পূর্ব উপকূলীয় হাইওয়ের তেমারলো জেলায় গতকাল এ দুর্ঘটনা ঘটেছে। তেমারলো জেলা পুলিশের প্রধান কর্মকর্তা জুনদিন মাহমুদ জানান, আহত ব্যক্তিরা নিহত এক ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন। তাঁর নাম হোসাইন ফরহাদ। তিনি শ্রমিক হিসেবে এখানে কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, চালকের ঘুমের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। আহতদের বারনামা সুলতার হাজি আহমদ শাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …