মালয়েশিয়ার জালে ১০ গোল দিলো বাংলাদেশের মেয়েরা

শুক্রবার :: ৩০.০৩. ২০১৮

সিনিয়র পর্যায়ে আগে দেখা হলেও বয়সভিত্তিক ফুটবলে কখনো মুখোমুখি হয়নি বাংলাদেশ-মালয়েশিয়া। হংকংয়ে অনুর্ধ্ব-১৫ চার জাতি আমন্ত্রণমূলক নারী ফুটবল প্রথমবারের মতো দুই দেশের বয়সভিত্তিক দল সামনাসামনি হয়েছিল আজ। এই ম্যাচে মালয়েশিয়ার জালে গুনে গুনে ১০ গোল দিয়ে বাংলাদেশের মেয়েরা হংকংয়ে লিখেছে নারী ফুটবলে লাল-সবুজদের এগিয়ে যাওয়ার নতুন এক গল্প। গত ডিসেম্বরে সাফজয়ী মেয়েরা ১০-১ গোলে বিশাল জয় দিয়ে শুরু করেছে হংকংয়ের টুর্নামেন্টে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে আগামীকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ইরানের বিরুদ্ধে। শেষ ম্যাচ রবিবার বিকেল সাড়ে ৩টায় স্বাগতিক হংকংয়ের বিরুদ্ধে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …