মালয়েশিয়ার জাতীয় নির্বাচন ৯ মে

মঙ্গলবার :: ১০.০৪.২০১৮

মালয়েশিয়ার জাতীয় নির্বাচনের তারিখ আগামী ৯ মে ধার্য করা হয়েছে। এ নির্বাচনে দেশটির বিতর্কিত প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের দীর্ঘদিনের ক্ষমতাসীন জোটকে সাবেক প্রবীণ নেতা মাহাথির মোহাম্মাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আজ কর্তৃপক্ষ একথা জানিয়েছে। এএফপির খবরে বলা হয়, নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হাশিম আব্দুল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামী ৯ মে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …