মালিতে নিহত জামালের দাফন সম্পন্ন

শুক্রবার :: ১৬.০৩.১৮
আফ্রিকার দেশ মালিতে শান্তি মিশনে কর্মরত অবস্থায় বোমা বিস্ফোরণে নিহত সৈনিক জামালের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। আজ দুপুরের দিকে হেলিকপ্টারে করে সেনাবাহিনীর একটি দল জামালের মরদেহ শিবগঞ্জ উপজেলার ঘাসিয়াপাড়ার বাড়িতে তার পরিবারের কাছে হস্তান্তর করে। জামালের বাবা মেসের আলী মরদেহ গ্রহণ করেন। এসময় তাঁর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। বেলা ৩ টায় জানাযার নামাজের পর রাষ্টীয় মর্যাদায় ধূমিহায়াতপুর ঘাসিয়াপাড়া গোরস্থানে দাফন করা হয়েছে। এসএসসি পাসের পর ২০০৫ সালে সেনা বাহিনীতে যোগ দেন জামাল। যশোরে কর্মরত অবস্থায় গত বছরের মে মাসে মালি শান্তি মিশনে যান তিনি। তিন ভাই-বোনের মধ্যে জামাল ছিল সবার বড়। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
অন্যদিকে মালিতে নিহত ৪ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা আজ সকাল নয়টায় ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শান্তিরক্ষীদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়ি পাঠানো হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …