মঙ্গলবার :: ১২.০৯.২০১৭
মানবিক দিক বিবেচনা করে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যেন কষ্ট না হয়, তাদের অসহায়ত্বকে পুঁজি করে কেউ যেন ভাগ্য গড়তে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। বিজিবি ও কোর্টগার্ডসহ আইন-শৃঙ্খলা বাহিনী রোহিঙ্গাদের আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন বলেও জানান তিনি। এ সময় মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।