মাদিরায় বৈরী আবহাওয়ায় ফ্লাইট বাতিল

রবিবার :: ০৪.০৩.২০১৮

পর্তুগালের আটলান্টিক মহাসাগরীয় দ্বীপ মাদিরায় ঝড়ো হাওয়ার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ একথা জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি’। পর্তুগালের আবহাওয়া অফিস জানিয়েছে, আজ পুরো দিন ঝড়ো হাওয়াটি অব্যাহত থাকতে পারে। বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় ন্যাসিওনাল মাদেরার ও লিসবন ভিত্তিক রিয়েল মাসামার মধ্যকার ফুটবল ম্যাচটি বিলম্বিত করা হয়েছে। রিয়েল মাসামার খেলোয়াড়রা মাদিরায় পৌঁছতে পারেননি। এদিকে বুধবার ফরমোসা সৈকতে এক বয়স্ক ব্রিটিশ পর্যটক সমুদ্রে ভেসে গেছেন। দ্বীপ কর্তৃপক্ষ তার সন্ধানে তল্লাশী অভিযান চালাচ্ছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …