মাদক ইভটিজিং ও বাল্যবিয়েকে লাল কার্ড, শপথ বাক্য পাঠ করালেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান

সোমবার :: ০২.০৪.২০১৮

চাঁপাইনবাবগঞ্জে মাদক ইভটিজিং ও বাল্যবিয়েকে লাল কার্ড এবং সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমকে সবুজ কার্ড প্রদর্শণ করেছে শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসক মাহমুদুল হাসান শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। জেলা প্রশাসক মাহমুদুল হাসান এ সময় শিক্ষার্থীদের ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছরের পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ না হতে, শিক্ষার্থীদের সকল প্রকার মাদকসেবন না করার ও সবসময় সত্য কথা বলার জন্য আহবান জানান। আজ দুপুরে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করে লাল সবুজ উন্নয়ন সংঘ। এ সময় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এই শপথে অংশ নেয়। সভায় লাল সবুজ সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মুর্শেদসহ অন্যরা। পরে ১৪ তম জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জে লাল সবুজ সংঘের শাখার উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …