সোমবার :: ০২.০৪.২০১৮
চাঁপাইনবাবগঞ্জে মাদক ইভটিজিং ও বাল্যবিয়েকে লাল কার্ড এবং সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমকে সবুজ কার্ড প্রদর্শণ করেছে শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসক মাহমুদুল হাসান শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। জেলা প্রশাসক মাহমুদুল হাসান এ সময় শিক্ষার্থীদের ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছরের পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ না হতে, শিক্ষার্থীদের সকল প্রকার মাদকসেবন না করার ও সবসময় সত্য কথা বলার জন্য আহবান জানান। আজ দুপুরে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করে লাল সবুজ উন্নয়ন সংঘ। এ সময় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এই শপথে অংশ নেয়। সভায় লাল সবুজ সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মুর্শেদসহ অন্যরা। পরে ১৪ তম জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জে লাল সবুজ সংঘের শাখার উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।