মঙ্গলবার :: ২০.০৩.২০১৮
চাঁপাইনবাবগঞ্জের স্বরুপনগরে বাস টার্মিনাল এলাকায় আজ দুপুরে মাইক্রোবাসের ধাক্কায় সাদেক আলী নামে এক বাইসাইকেল চালক গুরতর আহত হয়েছে। আহত সাদেক আলী নয়াগোলা এলাকার বাসিন্দা। তিনি বাস টার্মিনালের সামনে পুরতন কাপড় বিক্রি করতেন। উপজেলা মার্কেটের ব্যবসায়ী শেখ জাবের জানান, সিসিডিবি মোড় থেকে বাই সাইকেল যোগে টার্মিনালের দিকে আসছিলেন সাদেক আলী। এসময় একই দিক থেকে আসা একটি মাইক্রো বাস সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে, চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাবেক আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এদিকে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে কিছুক্ষনের জন্য ওই সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সরিয়ে দিলে আবারো স্বাভাবিক হয় যান চলাচল।