শনিবার :: ০৭.০৪.২০১৮
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর এসএএম উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে আজ সুবর্ণ জয়ন্তী উদ্যাপন ও পুনর্মীলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম মাসুমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, গোবরাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে দুপুরের খাবারের পর বিভিন্ন শিক্ষা বর্ষের ছাত্ররা স্মৃতিচারণ করেন।