
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার মহিপুর এলাকায় ব্যাটারিচালিত রিক্সাভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১০ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশু সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের মাহিদুরের মেয়ে মাসরুফা। আজ বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের মহিপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, মাসরুফা মহিপুর প্রত্যাশা ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ও স্থানীয়রা জানান, আজ সকালে মহিপুর থেকে মা ও মেয়ে ব্যাটারিচালিত রিক্সাভ্যানযোগে ফতেপুর যাওয়ার সময় মাসরুফার গায়ে থাকা ওড়না রিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ওসি আরো জানান, এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।