বুধবার:: ৩০.০৮.২০১৭
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সড়ক ও মহাগুলোতে তেমন কোনো যানজট নেই, আসন্ন ঈদে ঘরমুখো মানুষ স্বাছন্দে বাড়ি ফিরছেন। আজ রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘœ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে দেশের সকল সড়ক যানবাহন চলাচলের উপযোগী আছে। এমনকি বন্যা কবলিত এলাকার সড়কগুলোও যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। তাই এবার ঈদযাত্রায় বৃষ্টি হলেও যাত্রীদের কোনো ভোগান্তি হবে না। গাড়ি চালক ও যাত্রীদেরকে এক্ষেত্রে ধৈর্য্য ধরতে হবে। রাস্তার ওপর পশু নিয়ে না বসতে ব্যবসায়দের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কেউ গরু নিয়ে রাস্তায় বসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।