সোমবার::১২:০৬:২০১৭
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রাণিসম্পদ ইউনিটের আওতায় ইউনিট-২, মহারাজপুরে “ছাগল পালন” বিষয়ক খামার দিবস পালিত হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার কামাল। প্রশিক্ষনে সদস্যদের বিভিন্ন উন্নয়নমুলক কাজের দিক নির্দেশনা দেন প্রয়াসের ইউনিট ব্যবস্থাপক রেজাউল করিম ও প্রোগ্রাম অফিসার টেকনিক্যাল জুবাইদুর আলম। প্রশিক্ষণ কর্মশালায় ছাগলের বিভিন্ন রোগ বালাই ও মাচাই ছাগল পালনের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য ২০১৬- ১৭ অর্থবছরে প্রয়াসের উদ্যোগে ইতোমধ্যে ৩ ব্যাচে প্রায় ২শ’ ৩৫ জনকে খামারি ও সাধারণ মানুষকে নিয়ে খামার দিবসের আয়োজন করা হয়।