মহানন্দা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার

শনিবার::০১:০৭:২০১৭
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোহালবাড়ি এলাকায় মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বিকালে প্রায় ৬০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাবের রেজা আহমেদ জানান, হাসপাতালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশের কথা হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সদর থানার এসআই অনিমেষ সাহা হাসপাতালে লাশের তদন্তকালে জানান, লাশের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …