মহানন্দা নদীতে পোনা অবমুক্ত করে জেলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বুধবার ঃঃ ১৯.০৭.২০১৭
মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ-এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন এলাকায় ২০ কেজি দেশি মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহ ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, বিজিবি ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম আবুল এহসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুঞ্জুরুল হুদা, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল আলশ শাহ, জেলা মুক্তিযোদ্ধা কমা-ার সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …