মহানন্দা নদীতে নৌকা ডুবে দু’চাচাতো ভাইয়ের মৃত্যু

শুক্রবার::১৪:০৭:২০১৭
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমহনপুর এলাকার আনসারের ঘাট দিয়ে মহানন্দা নদী পারাপারের সময় নৌকা ডুবিতে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারধুমিহায়াতপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে ওয়াহেদুল ইসলাম এবং বাবলুর ছেলে আল আমিন। তার দুজনেই আপন চাচাতো ভাই। ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপসহকারী-পরিচালক আব্দুল হামিদ মিঞা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে ১০ থেকে ১২ জনযাত্রীসহ ঘাস বোঝাই একটি নৌকা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর থেকে আনসারের ঘাটে যাবার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রিরা উঠে আসলেও ওয়াহেদুল ও আল আমিন নিখোঁজ থাকে। স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড়ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে দুপুর পৌনে একটার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …