মহানন্দায় ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

শিবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে ডুবে গিয়ে রিফাত আহমেদ নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট এলাকার পল্লী চিকিৎসক আব্দুুল্লাহ আল ফারুকের ছেলে। রিফাত হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন অর রশিদ মোমিন জানান, আজ বেলা ১১টার দিকে ঘোড়াপাখিয়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর পিরানটুলির ঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় রিফাত। খবর পেয়ে গ্রামের লোকজন উদ্ধারে নামে। পরে খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরী দল এসে উদ্ধার অভিযান শুরু করলে বিকেল সাড়ে ৩টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে রিফাতের মৃতদেহ উদ্ধার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top