মরহুম এমাজ উদ্দিন বিশ্বাস স্মরণে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

শুক্রবার :: ২৩.০৩.২০১৮

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ম্বর ওয়ার্ডের নামো রাজারামপুর হাজিপাড়ায় মরহুম এমাজ উদ্দিন বিশ্বাস স্মরণে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এই ক্যাম্পের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম মিনহাজ, অধ্যাপক আব্দুল মাতিনসহ অন্যান্যরা। পরে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে যোগদান করেন। চিকিৎসা প্রদান করেন ডা. আহমেদ শাহরিয়ার হাসান তানভির, ডা. শামসুল আলম রাশেদ, ডা. সোহেলী নাজনীন, ডা. ইসরাত জাহান বৃষ্টি। দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে শিশুসহ ৫শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসহ প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …