মরক্কোয় মিনিবাস উল্টে নিহত ২৪

মরক্কোয় মিনিবাস উল্টে অন্তত ২৪ জন নিহত হয়েছে। রোববার দেশটির আজিলাল প্রদেশে এ ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারে যাত্রীদের বহনকারী একটি মিনিবাস উল্টে যায়। এতে ২৪ জন নিহত হয়েছে। মরক্কো এবং উত্তর আফ্রিকার অন্যান্য দেশের রাস্তায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত মার্চে মরক্কোর ব্রাচুয়ায় একটি মিনিবাস গাছের সাথে ধাক্কা লেগে ১১ জন নিহত হয়। গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্ব দিকে একটি বাঁকে তাদের বাস উল্টে ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়। ন্যাশনাল রোড সেফটি এজেন্সির তথ্য অনুসারে, মরক্কোতে বছরে গড়ে তিন হাজার ৫০০ জন সড়ক দুর্ঘটনায় নিহত এবং ১২ হাজার জন আহত হয়। দেশটিতে সড়ক দুর্ঘটনায় গড় মৃত্যুর সংখ্যা ১০।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top