মঙ্গলবার :: ০৩.০৪.২০১৮
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিজিবি ক্যাম্প মাঠে মরহুম মঈনুদ্দীন মন্ডল মন্টু ডাক্তারের প্রীতি স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম খেলায় টসে জিতে সাহাপাড়া ক্রিকেট একাদশ ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে এনামূল। জবাবে পারচৌকা বঙ্গবন্ধু ক্রিকটে একাদশ ব্যাট করতে নেমে ১১ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ১৮ রান করে তানিম।
২য় খেলায় টসে জিতে দাদনচক বঙ্গবন্ধু ক্রিকেট একাদশ ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে মিঠু। জবাবে বালুটুঙ্গী আদর্শ ক্লাব ব্যাট করতে নেমে ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২৫ রান করে রুবেল।
কানসাট ইউনিয়নে হঠাৎ পাড়া মাঠে লাল সবুজ মিনি ক্রিক্রেট টুর্ণামেন্টের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম খেলায় টসে জিতে ইয়াংস্টার ক্রিকেট একাদশ ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪১ রান করে। দলের পক্ষে কাওসার ১২ রান করে। জবাবে লাল সবুজ ক্রিকেট একাদশ ৬ ওভার ১ বলে ২ উইকেট জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে আব্দুল্লাহ ২০ রান করে। ২য় খেলায় টসে জিতে কলকলিয়া ক্রিকেট একাদশ ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭১ রান করে। দলের পক্ষে সাব্বির ৪১ রান করে। জবাবে লাল সবুজ ক্রিকেট একাদশ ৪ ওভারে ১ উইকেট জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে ইকবাল ৩২ রান করে।