সোমবার :: ১৯.০৩.২০১৮
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিজিবি ক্যাম্প মাঠে মরহুম মঈনুদ্দীন মন্ডল মন্টু ডাক্তারের প্রীতি স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের ২ টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম খেলায় টসে জিতে রুবেল এন্টার প্রাইজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। মুক্তির ডাক ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করেন। সর্বোচ্চ মেহেদী ৩৩ রান। ৯০ রানের জবাবে রুবেল এন্টার প্রাইজ ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করে ভাসানি। ৩৪ রানে জয় লাভ করে মুক্তির ডাক। ২য় খেলায়, টসে জিতে নামোটোলা কাচারীপাড়া ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাদ্দাম ২৪ রান করে। ৮৬ রানের জবাবে বালুটুঙ্গি ক্রিকেট একাদশ ১০ ওভারে ৯ রান উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ নাহিদ ২৪ রান করে। ২৭ রানে জয় লাভ করে নামোটোলা কাচারীপাড়া।