বুধবার :: ২১.০৩.২০১৮
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিজিবি ক্যাম্প মাঠে মরহুম মঈনুদ্দীন মন্ডল মন্টু ডাক্তারের প্রীতি স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের ২ টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে আ্যইড়ামারি ক্রিকেট একাদশ ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ হাবিব ৩৩ রান করে। ৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মামা ভাগ্না ক্রিকেট একাদশ ১১ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ মিলন ৩৩ রান করে। ২য় খেলায়, টসে জিতে ব্যাট করতে নেমে দাদনচক শেখ রাসেল ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করে সোহেল। ৯৫ রানের টার্গটে ব্যাট করতে নেমে মুক্তির ডাক ক্রিকেট একাদশ ৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাদ্দাম ১০ রান করে। ফলে ৪৮ রানে জয় লাভ করে দাদনচক শেখ রাসেল ক্রিকেট একাদশ।