মনাকষা ইউনিয়নে জয় ও মামুন ক্রিকেট একাদশ এবং বঙ্গবন্ধু ক্রিকেট একাদশের জয়

শুক্রবার :: ০৯.০৩.২০১৮

শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিজিবি ক্যাম্প মাঠে মরহুম মঈনুদ্দীন মন্ডল মন্টু ডাক্তারের প্রীতি স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের ৩ টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে জয় ও মামুন ক্রিকেট একাদশ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে জুয়েল সর্বোচ্চ ৬৮ রান করে। স্বর্ণকার সমিতি ক্রিকেট একাদশ ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ ওভার ৩ বলে ১০ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। ৫৪ রানে জয় পায় জয় ও মামুন ক্রিকেট একাদশ।

২য় খেলায়, টসে হেরে ব্যাট করতে নেমে জয় ও মামুন ক্রিকেট একাদশ ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে হাসান ১৮ রান করে। ৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে হান্নান ক্রিকেট একাদশ ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করে রাব্বি। ২৭ রানে জয় পায় জয় ও মামুন ক্রিকেট একাদশ।

৩য় খেলায়, শেখ রাসেল ক্রিকেট একাদশ ১২ ওভারে ৯ উইকেট ৭২ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ তৌহিদ ২২ রান করে। বঙ্গবন্ধু ক্রিকেট একাদশ ৮ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করে মিঠু।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …