শনিবার :: ০৩.০৩.২০১৮
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিজিবি ক্যাম্প মাঠে মরহুম মঈনুদ্দীন মন্ডল মন্টু ডাক্তারের প্রীতি স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের ৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে মুক্তির একাদশ ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মেহেদী ১৭ রান করে। জগন্নাথ ক্রিকেট একাদশ ১২ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করে নাঈম।
২য় ম্যাচে, টসে দাদানচক ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে মিঠু। মা আয়ূর্বেধিক ক্রিকেট একাদশ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে মাসুম। ফলে ১৯ রানে জয়লাভ করে দাদানচক ক্রিকেট একাদশ
৩য় ম্যাচে, ইলোরেন্স স্টোরেন্স ক্রিকেট একাদশ টসে হেরে ব্যাট করতে নেমে ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করে ছোটন। মা-বাবা ক্লথ ক্রিকেট একাদশ ৭ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রহিম ১১ রান করে। ফলে ৩২ রানে জয় পায় ইলোরেন্স স্টোরেন্স।