মনাকষা ইউনিয়নে আইড়্যামারি ও সততা ক্রিকেট একাদশের জয়

শনিবার :: ১৭.০৩.২০১৮

শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিজিবি ক্যাম্প মাঠে মরহুম মঈনুদ্দীন মন্ডল মন্টু ডাক্তারের প্রীতি স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের ২ টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম খেলায় টসে জিতে আইড়্যামারি ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাদিম সর্বোচ্চ ৫০ রান করে। ৮৬ রানের টার্গেটে পিরোজপুর ক্রিকেট একাদশ ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৮ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ রাজু ১৬ রান করে। ২৭ রানে জয় লাভ করে আইড়্যামারি ক্রিকেট একাদশ।
২য় খেলায়, টসে জিতে সততা ক্রিকেট একাদশ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ কাফি ২৩ রান করে। ৮৩ রানের টার্গেটে জুনিয়র নামোটলা ক্রিকেট একাদশ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৫ রান করে। দলের পক্ষ্যে সর্বোচ্চ সুমন ১৬ রান করে। ১৭ রানে জয় লাভ করে সততা ক্রিকেট একাদশ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …