মনাকষা ইউনিয়নের ক্রিকেট টুর্ণামেন্টের ৩ টি খেলা অনুষ্ঠিত

বৃহস্পতিবার :: ০৮.০৩.১৮

শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিজিবি ক্যাম্প মাঠে মরহুম মঈনুদ্দীন মন্ডল মন্টু ডাক্তারের প্রীতি স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের ৩ টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
১ম খেলায় বালু টুঙ্গি আদর্শ ক্রিকেট একাদশ, মা-বাবা ক্লোথ স্টোরকে ৭৪রানে পরাজিত করে। ২য় খেলায় সাহাপাড়া ক্রিকেট একাদশ তেলিপাড়া ক্রিকেট একাদশকে ৩ উইকেটে এবং ৩য় খেলায় দাদন চক ক্রিকেট একদশকে পারচোকা ক্রিকেট একাদশ ৭ উইকেটে পরাজিত করে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …