
দীর্ঘ সাড়ে ৮ বছর প্রেম করার পর প্রেমিক শেখ রেজওয়ান রাফিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার বরকে নিয়ে মালদ্বীপে মধুচন্দ্রিমায় গেলেন এই নবদম্পতি।মালদ্বীপে একটি দ্বীপে রয়েছেন তাসনিয়া ফারিণ। মালদ্বীপের রাজধানী মালে থেকে স্পিডবোটে যেতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। সেই দ্বীপে একান্তে সময় পার করছেন শেখ রেজওয়ান রাফিদ ও ফারিণ। তাসনিয়া ফারিণ বলেন, ‘আমাদের সুন্দর সময় কাটছে। জায়গাটি সুন্দর। এখানে সমুদ্রঘেরা অনেকগুলো রিসোর্ট। আমরা প্রাইভেট একটি রিসোর্টে আছি। কী সুন্দর জায়গা! মালদ্বীপ আমার পছন্দের জায়গা। বলতে পারেন, বিয়ের পর এ কারণেই এখানে আসা। এর আগেও একবার ভাইকে সঙ্গে করে মালদ্বীপে এসেছিলাম। তবে এবারের ভ্রমণটা অন্যরকম ভালো লাগা ও আনন্দের।’ খুব বেশি দিন মধুচন্দ্রিমায় থাকবেন না ফারিণ। কারণ তার বর যুক্তরাজ্যে ফিরে যাবেন। এ বিষয়ে ফারিণ বলেন, ‘রাফিদ যুক্তরাজ্য থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে মাস্টার্স শেষ করল। সেখানে আগামী সেপ্টেম্বর থেকে চাকরিতে যোগ দেবে। তা ছাড়া এর মধ্যে আমারও দুটি ওয়েব ফিল্মের শিডিউল দেওয়া আছে। দুটি কাজের অংশবিশেষের শুটিং অস্ট্রেলিয়াতে হবে। সুতরাং তাড়াতাড়ি ফিরব।’গত ১১ আগস্ট রাতে রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে পারিবারিকভাবে বিয়ে করেন ফারিণ-রাফিদ। ১৩ আগস্ট মধুচন্দ্রিমায় মালদ্বীপে গিয়েছেন তারা।