মঙ্গলবার :: ২০.০৩.২০১৮
শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা চতুর্থবারের মতো পুনঃনির্বাচিত হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আজ অভিনন্দন জানিয়েছেন। সিনহুয়ার খবরে প্রকাশিত এক বিবৃতিতে সিরিসেনা বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পাওয়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন। নতুন মেয়াদে পুতিনের নেতৃত্বে রাশিয়ার উন্নয়নের নতুন পর্যায়ের অগ্রগতি অর্জনে দেশটির জনগণের সক্ষমতার ব্যাপারে আমাদের আস্থা রয়েছে। যুগান্তকারী এক প্রেসিডেন্ট নির্বাচনে গত রবিবার পুতিন চতুর্থ মেয়াদের জন্য বিজয়ী হন। ফলে তিনি পরবর্তী ৬ বছর রাশিয়াকে নেতৃত্ব দেয়া অব্যাহত রাখবেন।