মঙ্গলবার :: ১৭.০৪.২০১৮
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত জিনিসপত্র আগুন দিয়ে ধংস করা হয়েছে নিজস্ব ক্যাম্পাসে। আজ সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত বিছানার বালিশ, চাদর, বেডপঞ্চ, ৫বছর পূর্বের রুগি ভর্তির কাগজপত্রসহ অন্যান্য অপ্রয়োজনিয় জিনিসপত্র আগুনে পুড়িয়ে ধংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন এসএফএম আখতারুল আতাতুর্ক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, মেডিকেল অফিসার ডাঃ মুর গোলাম সারোয়ার, সিনিয়র স্টাফ নার্স কাজল, স্বাস্থ্য কমিটির সদস্য ভোলাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম কবির, কৃষি কর্মকর্তার প্রতিনিধি নুরুজ্জামানসহ স্বাস্থ্য কমপে¬ক্সের অন্যান্যরা।