সোমবার ঃঃ ২৭.০৩.২০১৭
ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখা র্যালি ও মানববন্ধন আয়োজন করে। আজ সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব হাসান আলী মাষ্টারের নেতৃত্বে, একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে মানববন্ধন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল এহসান, ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, অফিসার ইনর্চাজ মহসীন আলীসহ শিক্ষার্থীরা।
এদিকে, নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে নাচোল পাইলট উচ্চবিদ্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন পালিত হয়েছে। “দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো বাঁচবে দেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে, নাচোল মহিলা ডিগ্রী কলেজ ও নাচোল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মানববন্ধন পালিত হয়। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আওয়াল, সদস্য সচিব একরামুল হক, নাচোল সরকারি কলেজের অফিসার ইনর্চাজ হাফিজুর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামসহ অন্যরা।