ভোলাহাটে ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

বৃহস্পতিবার :: ১৪.০৩.২০১৮

ভোলাহাট থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গতকাল রাত পৌনে ১০টার দিকে এসআই রবিউল ইসলাম ও এএসআই আজাদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালায়। অভিযানে উপজেলার শিকারী হাউসপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিকারী মোড় হতে শিকালী হাউসপুর গ্রামের আরশেদ আলীর ছেলে মুর্শেদ আলী, বীরশ্বরপুর গ্রামের মৃতঃ সহিমুদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি ও একই গ্রামের কেতাবউদ্দিনের ছেলে সাদিকুল ইসলামকে ৩০ পুরিয়া হেরোইন যার আনুমানীক মূল্য ৩০হাজার টাকাসহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। ভোলাহাট থানার ওসি ফাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেণে করা হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …