ভোলাহাটে ৩ দিনের কৃষি মেলা শুরু

‘কৃষিতে আধুনিক প্রযুক্তি, ভোলাহাটের কৃষির উন্নতি’- স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শুরু হয়েছে তিন দিনের কৃষি মেলা। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভোলাহাট উপজেলা কৃষি অফিস এই কৃষি মেলার আয়োজন করে।
মেলায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল, কৃষি যন্ত্রপাতি, সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন উপকরণ নিয়ে এসেছেন।
মেলা উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ও আলোচনা সভায় বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন। স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনজুমান সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গাফফার মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াশিন আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমানসহ অন্যরা।
মেলায় উপজেলার কৃষক ও কৃষিবিষয়ক বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। মেলায় মোট ২২টি স্টল রয়েছে। এসময় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও বীজ বিতরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top