রবিবার ঃঃ ২৯.০১.২০১৭
ভোলাহাটে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের চরধরমপুর বিওপি ও ভোলাহাট সিসি পৃথকভাবে ভারতীয় ২৮৬ বোতল ফেন্সিডিল আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে, আজ দুপুরে ও গতরাতে চরধরমপুর বিওপি ও ভোলাহাট সিসি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক, সুবেদার আব্দুল আওয়াল ও হাবিলদার মজনু মিয়ার নেতৃতে,¡ উপজেলার হলদেগাছী পাকা রাস্তা ও সন্ন্যাসীতলা জোড়গাঝি নামক¯’ানে ঐসব মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলির মূল্য প্রায় ১লাখ ২৮হাজার ৭’শ টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যব¯’া নেয়া হয়েছে বলে জানান, উভয় ক্যাম্পের কমান্ডার।
Check Also
জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু
১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …